২০ মে পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে গাছ না কাটার নির্দেশ হাইকোর্টের

প্রকাশ | ১১ মে ২০২১, ১৩:৫৪

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২০ মে পর্যন্ত গাছ না কাটার মৌখিক নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা ও রেস্তোরাঁ নির্মাণ কাজের স্থিতাবস্থা চেয়ে করা আদালত অবমাননার আবেদনের ওপর শুনানির জন্য ওই দিন নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১১ মে) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

আবেদনটির ওপর শুনানির জন্য অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন আগামী ২০ মে তারিখ নির্ধারণের আবেদন করেন। তিনি আদালতকে বলেন, যুক্তিতর্ক উপস্থাপনের আগে তাকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।

পাশাপাশি, এ সংক্রান্ত আরও একটি রিট আবেদন হাইকোর্টে অন্য একটি বেঞ্চে রয়েছে। আমিন উদ্দিন বলেন, দুটি আবেদনের ওপর একসঙ্গে শুনানি হতে পারে।