পাথরঘাটায় জেনারেটর সংযোগ দিতে গিয়ে পৌরসভা কর্মীর মৃত্যু

প্রকাশ | ১১ মে ২০২১, ০৪:০৩

অনলাইন ডেস্ক

বরগুনার পাথরঘাটায় জেনারেটর সংযোগ দিতে গিয়ে জয়নাল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ মে) রাত ৮টার দিকে পাথরঘাটা পৌরশহরের শেখ রাসেল স্কয়ারে এই দুর্ঘটনাটি ঘটে।

জয়নাল মিয়া পাথরঘাটা পৌরসভার পাম্প অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম মো. তানজের আলী।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী জানা গেছে, শহরের শেখ রাসেল স্কয়ার সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে জেনারেটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন জয়নাল। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানা যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন।

আগে থেকেই হাসপাতালে ছিলেন সমাজসেবক মো. রেজভী। তিনি জানান, হাসপাতলে নিয়ে আসার আগেই জয়নাল মারা গেছে।

পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন জানান, জানাজা শেষে পৌরসভার পক্ষ থেকে জয়নালের দাফন সম্পন্ন করা হবে।
জয়নাল এর মৃত্যুতে পাথরঘাটার ব্যবসায়ী সমাজ এবং পৌরসভা কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন।