গণপরিবহন চালুসহ ৪ দফা দাবিতে ডিমলায় শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ : ১০ মে ২০২১, ১৮:৫৯

দেশে বর্তমান করোনাভাইরাস মহামারীর কারণে লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রি নিয়ে দুরপাল্লার গণপরিবহন চালু, ক্ষতিগ্রস্থ শ্রমিকের মাঝে আর্থিক ও খাদ্য সহায়তার ব্যবস্থা, বাস টার্মিনালে ওএমএস ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির ব্যবস্থা এবং টার্মিনালের জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপসহ চার দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ডিমলা উপজেলা শাখা।

রবিবার (৯ মে) দুপুরে নীলফামারীর ডিমলায় ঢাকা কোচ বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ মাঠে সমাবেশে মিলিত হয়।

এ সময় বক্তব্য দেন, ডিমলা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী হাবলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি মাহাবুব ইসলাম, মটর শ্রমিক নেতা চিত্ত রঞ্জন রায় প্রমুখ।

বিক্ষোভ-সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বরাবর তারা স্মারকলিপি প্রদান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত