খালেদার বিদেশ যাওয়ার নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে কাল

প্রকাশ : ০৮ মে ২০২১, ১৭:২২

সাহস ডেস্ক

সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত প্রদান শেষে আগামীকাল রবিবার (৯ মে) এ সংক্রান্ত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৮ মে) দুপুরে আইনমন্ত্রী বলেন, আবেদনের বিষয়ে মতামতটা আমরা উনাদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জানিয়ে দেব। সিদ্ধান্তটা আপনাদের উনারাই জানাবেন।

মন্ত্রী বলেন, আজ যেহেতু ছুটির দিন। কর্মকর্তা-কর্মচারীরা নেই। তাই আজ আমাদের মন্ত্রণালয় থেকে নথি পাঠানো সম্ভব হয়নি। আমার আইনি মতামতসহ রবিবার সকালে কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে।

দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে। বিদেশে যাওয়া যাবে না এবং বাড়িতে থেকে চিকিৎসা নিতে হবে- এই দুটি শর্তে তার দণ্ড স্থগিত করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত