ব্যতিক্রমী আয়োজনে 'স্বপ্নের খোঁজে'র ইফতার বিতরণ

প্রকাশ : ০৮ মে ২০২১, ১৬:১২

ফরহাদ খান, নড়াইল

ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন'। এ উপলক্ষে গত দু'দিন ধরে নড়াইলের বিভিন্ন এতিমখানা, সদর হাসপাতাল এবং বঙ্গবন্ধু চত্বরে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন ফাউন্ডেশনের সদস্যরা। ২০০ জনের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে থরে থরে সাজানো ইফতার পেয়ে খুশি সবাই।

এ সময় উপস্থিত ছিলেন-স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস এম শাহ পরাণসহ সংগঠনের সদস্যরা।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজ বলেন, "গত বছর দেশে করোনাভাইরাসের প্রকপ বৃদ্ধির পর থেকেই জনসচেতনতা সৃষ্টিসহ ৫০০ শতাধিক কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এছাড়া গরিব কৃষকের ধান কর্তন, বিনামূল্যে সবজি বাজার চালু, মেডিকেল সেবা, ইফতার, ঈদে ছিন্নমূল শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণসহ বিভিন্ন ধরণের ইতিবাচক কাজ করেছি। এরই ধারাবাহিকতায় এবারও ভাসমান বেদেপল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ, শিক্ষাদান ও পথে পথে ইফতার সাজিয়ে রেখে মানুষের সেবা করার চেষ্টা করছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।"

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত