খালেদার অবস্থা স্থিতিশীল

প্রকাশ | ০৮ মে ২০২১, ০৪:০০

অনলাইন ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে বলে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে। তার অক্সিজেন স্যাচুরেশন লেভেল ১০০% রেকর্ড করা হয়েছে, অন্যদিকে ব্লাড প্রেশার ১২০/৮০ মাপা হয়।

বৃহস্পতিবার (৬ মে) খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন বলেন, উনি বৃহস্পতিবার যেমন ছিলেন, শুক্রবারও সেরকমই আছেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া করোনা পরবর্তী চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। এ মুহূর্তেও উনি সিসিইউতেই আছেন। উনার শারীরিক অবস্থা দেখতে শুক্রবার জুমার নামাজের আগে মেডিক্যাল বোর্ডের সদস্যরা সবাই গিয়েছিলেন। উনাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বৃহস্পতিবার যে চিকিৎসা অব্যাহত ছিল এখনো তা অব্যাহত রেখেছেন। আলহামদুলিল্লাহ বৃহস্পতিবারের ন্যায় শুক্রবারও উনার অবস্থা স্থিতিশীল আছে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে উনার রোগমুক্তি কামনায় দোয়া চাচ্ছি।

কিন্ত তার শরীরে কোভিড পরবর্তী কিছু উপসর্গ দেখা দিয়েছে। এই অবস্থায় সরকারের অনুমতি নিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যেতে চান পরিবারের সদস্যরা।