দেবীগঞ্জে ফার্মেসীসহ ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

প্রকাশ : ০৪ মে ২০২১, ০২:৩০

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে বাজার নিয়ন্ত্রণসহ ভোক্তার চাহিদা নিশ্চিত করতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ফার্মেসীসহ ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মে) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের এই জরিমানা করেন পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব পরেশ চন্দ্র বর্মন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং ভাউলাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ঔষুধ ফার্মেসী, হোটেল ও মুদির দোকানে পৃথক ভাবে মোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত