হাবীবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২১, ০৩:০০

সাহস ডেস্ক

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ পরিকল্পনা) ডা. এ কে এম মুজাহিদুল ইসলাম।

বুধবার (২৮ এপ্রিল) তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আরও দুই-একদিন এরকম শারীরিক অবস্থা থাকলে তিনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হবেন।

ডা. এ কে এম মুজাহিদুল ইসলাম বলেন, বর্তমানে তার শরীরের বিভিন্ন অর্গান কাজ করতে শুরু করেছে৷ তার শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে ভেন্টিলেশনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মঙ্গলবার সকালে হাবীবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থা কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল৷ তার পাকস্থলীতে নাড়ি জোড়া লেগে গিয়েছিলো। পরে মেডিক্যাল বোর্ড গঠন করে সিদ্ধান্ত অনুযায়ী এদিন রাতেই তার অপারেশন করা হয়। অপারেশন করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত