আবারও বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২১, ০১:১৮

অনলাইন ডেস্ক

আবারও বিদ্যুৎ উৎপাদনের রেকর্ডের কথা জানালো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

রবিবার (২৫ এপ্রিল) রাত ৯টায় দেশে রেকর্ড ১৩ হাজার ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।

সাইফুল হাসান চৌধুরী বলেন, রবিবার রাত ৯টায় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৩ হাজার ৫২০ মেগাওয়াট। আমরা উৎপাদনও করেছি ১৩ হাজার ৫২০ মেগাওয়াট। এই মুহূর্তে ১৪ হাজার মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করার ক্ষমতা রয়েছে আমাদের।