ট্রেন চালুর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২১, ০২:৪৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০২১, ০২:৪৯

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে দেশে গণপরিবহন চালুর পরিকল্পনা করছে সরকার। ওই দিন থেকে ট্রেনও চালু করার প্রস্তুতি নিচ্ছে রেল কর্তৃপক্ষ। সরকার থেকে ট্রেন চালুর সিদ্ধান্ত এলে যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্য প্রস্তুতিও চলছে।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত বলেন, ট্রেন চলাচলে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সরকার ঘোষণা দিলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করবে ট্রেন। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা আসেনি।

রেলওয়ে সূত্র বলছে, গত বছর লকডাউনে দুই মাসের বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকে। ৩১ মে থেকে অল্প কিছু আন্তনগর ট্রেন দিয়ে সেবা পুনরায় চালু করা হয়। তবে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করে। পর্যায়ক্রমে সব আন্তনগর ট্রেন চালু করা হয়। সবার শেষে মেইল ও লোকাল ট্রেন চালু করা হয়। এবার এই পথে হাঁটতে চায় না রেল কর্তৃপক্ষ। তারা শুরুতেই সব আন্তনগর এবং গুরুত্বপূর্ণ কিছু মেইল ও লোকাল ট্রেন চালু করতে চায়।