লকডাউন সময়ে মার্কেটে যেতে লাগবে ‘মুভমেন্ট পাস’

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২১, ১৪:৪৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১, ১৪:৫২

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যবিধি মেনে আগামী রবিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বিভিন্ন শপিংমল ও বিপনিবিতাণ। তবে লকডাউন সময়ে মার্কেটে যেতে ক্রেতা-বিক্রেতাদের মুভমেন্ট পাস লাগবে। যদিও শপিংমল খোলার বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপনে এ বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

মুভমেন্ট পাস নিয়েই শপিংমলে যেতে হবে বলে পুলিশ সদরদফতর থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে। বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দফতরের সূত্র উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়, লকডাউন চলাকালে যারা ঘরের বাইরে বের হবেন, তাদের সবার মুভমেন্ট পাসের প্রয়োজন হবে। এখন পর্যন্ত শপিং ও কেনাকাটার জন্য যারা বের হবেন তাদের বিষয়েও একই নির্দেশনা রয়েছে।