টিকার ফর্মুলা দেবে রাশিয়া, রাখতে হবে গোপন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২১, ০১:৪১

সাহস ডেস্ক

রাশিয়া বাংলাদেশকে করোনাভাইরাসের “স্পুটনিক” টিকার উৎপাদন পদ্ধতি দিতে রাজি হয়েছে। তবে এটি ফর্মুলাটি বাংলাদেশকে গোপন রাখতে হবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, করোনা টিকা তৈরির প্রযুক্তি বাংলাদেশকে দেবে রাশিয়া। এ বিষয়েও একটি সমঝোতা স্মারক সই হয়েছে। তবে টিকা তৈরির প্রযুক্তিটি অন্য কোথাও দেয়া যাবে না এই শর্তে বাংলাদেশকে তা দিতে সম্মত হয়েছে রাশিয়া। বাংলাদেশও তাতে সম্মতি জানিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী কোনো প্রতিষ্ঠানকে এই প্রযুক্তি দেয়ার কথা বলছে রাশিয়া। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ২ থেকে ৩ মাস লাগতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত