পদ্মা নদীর বালু অবৈধভাবে উত্তোলনে ৮ জনকে অর্থদণ্ড

প্রকাশ : ২০ এপ্রিল ২০২১, ২১:০০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উর্ধতন কর্তৃপক্ষের নাম ভাঙ্গিয়ে বেআইনিভাবে পদ্মা নদীর তলদেশের বালু উত্তোলন ও মাটি কাটায় জড়িত ৮ জনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি এস্কেভেটর (ব্যাটারী) জব্দ করা হয়।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি এই আদালত পরিচালনা করেন।

ইউএনও জানান, এক শ্রেণির ব্যাক্তি উজিরপুর, পাঁকা ও সত্রাজিতপুর ইউনিয়নের সাত্তারের মোড়, চাকপাড়া, বহলাবাড়ি ইত্যাদি এলাকায় নদীর বালু উত্তোলন ও মাটি কাটার সাথে জড়িত। তারা এই অপকর্মে প্রশাসন ও বিভিন্ন মহলের নাম ব্যবহার করে। পরিবেশের জন্য বিপর্যয়কর অবৈধ এইসব কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যহত থাকবে বলেও জানান ইউএনও সাকিব-আল-রাব্বি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত