জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২১, ১৪:৩১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২১, ২১:২৩

অনলাইন ডেস্ক

বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ৯ বছর পর মুখ খুলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার এক ভার্চুয়াল সভায় তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার নয় ইলিয়াস আলী গুমের পিছনে বিএনপির নেতাদেরই হাত রয়েছে।’ তার এই বক্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা আব্বাস।

রবিবার (১৮ এপ্রিল) বেলা ৩ টায় নিজ বাসভবন দক্ষিণ শাহজাহানপুরে সংবাদ সম্মেলন করবেন তিনি।

মির্জা আব্বাসের ঘনিষ্ঠ বিএনপির এক কেন্দ্রীয় নেতা জানান, ইলিয়াস আলী গুম হওয়ার বিষয়ে শনিবার এক ভার্চুয়াল সভায় মির্জা আব্বাসের বক্তব্য নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ নিয়ে মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন তার কিছু অংশ গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। তিনি কি বলতে চেয়েছেন বা কি বুঝাতে চেয়েছেন তা ব্যাখ্যা করতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী।