চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২১, ২৩:০৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২১, ১৩:৩২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শিমু (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে তার দুই শিশু সন্তান আহত হয়।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোররাতে সেহরীর জন্য রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

মৃত শিমু শহরের জোড়বাগান মহল্লার (পৌর ১৪নং ওয়ার্ড) হোটেল কর্মচারী রাজিবের স্ত্রী।

জানা যায়, কুকারে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হন শিমু। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার দুই শিশু সন্তান আহত হয়।পরে শিমু উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সূত্র ও সংশ্লিস্ট ওয়ার্ড কাউন্সিলর দুলাল আলী জানান, বুধবার (১৪ এপ্রিল) দুপুরে মসজিদপাড়া গৌরস্থানে মৃতের দাফন সম্পন্ন হয়েছে।