শিবগঞ্জে আগুনে ৪টি বাড়ি ভস্মীভূত, ইউপি চেয়ারম্যানের আর্থিক সহায়তা

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ২০:২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে অবকাঠামো, আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং গরু-ছগলসহ পাশাপাশি ৪টি সেমিপাকা বাড়ি ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোররাত সোয়া ৪টার দিকে দাইপকুরিয়া ইউনিয়নের কর্ণখালি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই বাড়িগুলোতে আগুন লাগার পর জেলার ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোলাহাট ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে মিন্টু ও হালান দুই ভাইয়ের দুটি বাড়ি (এক কক্ষ বিশিষ্ট), পাশের একটি বাড়ি ও অপর একটি বাড়ির গোয়ালঘর ভস্মীভূত হয়। এতে তাৎক্ষনিক ২টি গরু ও ১টি ছাগলও মারা যায়। আরও কয়েকটি পুড়ে আহত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য খড়কুটো দিয়ে যে ধোঁয়া সৃষ্টি করা হয় তা থেকেই আগুন লাগে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ক্ষতির পরিমান ৩ লক্ষাধিক টাকা নির্ধারণ করেছে।

এদিকে ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল বলেন, তিনি সকালে বাড়িগুলো পরিদর্শন করেছেন। ক্ষতির পরিমান আরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ৪টি বাড়ি ও কয়েকটি গবাদিপশু পুড়ে গেছে। তিনি ব্যাক্তিগতভাবে ৪ পরিবারকে ২ হাজার করে ৮ হাজার টাকা নগদ সহায়তা করেছেন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ থেকেও সাহায্য করা হবে। এছাড়া ঘটনাটি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত