পাটুরিয়া ঘাটে ফেরির অপেক্ষায় ৭ শতাধিক গাড়ি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ১২:০৪

সাহস ডেস্ক

মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে আড়াই শতাধিক পণ্যবোঝাই ট্রাক ও পাঁচ শতাধিক ছোট গাড়ি। ছোট গাড়িগুলো পাঁচ নম্বর পন্টুন দিয়ে পার হচ্ছে। শত শত জরুরি পণ্যবাহী ট্রাকও আসছে পাটুরিয়াঘাটে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ছোট গাড়ি ও পণ্যবোঝাই ট্রাকের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায়।

ঢাকা-পাটুরিয়া মহাসড়ক দিয়ে প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেলে যাত্রীরা ঢাকা, সাভার, নবীনগর ও অন্যান্য এলাকা থেকে পাটুরিয়াঘাটে আসছে বিপুল সংখ্যক যাত্রী।

ছোট গাড়ির চালক ও যাত্রীরা জানিয়েছেন, পাটুরিয়াঘাটে এসে তাদেরকে চার-পাঁচ ঘণ্টা আটকে থাকতে হচ্ছে।

বেনাপোলগামী মাইক্রোবাসের চালক কামাল হোসেন বলেন, রাত ১২টা থেকে পাটুরিয়া ঘাটে নৌপথ পারের অপেক্ষায় বসে আছি এখনো আমার সামনে আরো ২০/২৫টা গাড়ি আছে, কখন টিকিট পাবো তারপর সেই কাঙ্ক্ষিত ফেরির দেখা মিলবে।

পাটুরিয়াঘাট পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের ট্রাফিক সার্জেন্ট গোলজার হোসেন বলেন, আগামীকাল ১৪ এপ্রিল থেকে কঠোরভাবে লকডাউন পালনের ঘোষণার পর থেকেই পাটুরিয়াঘাটের দিকে বিভিন্ন ধরনের ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী গাড়ির চাপ বেড়ে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত