সাধারণ ছুটির ঘোষণা আসছে

প্রকাশ : ১১ এপ্রিল ২০২১, ১৯:১৬

সাহস ডেস্ক

সরকার আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে সাত দিনের জন্য সারাদেশে কঠোর লকডাউন দিয়ে সাধারণ ছুটি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে। এ লক্ষ্যে কাজ করছে মন্ত্রিপরিষদ বিভাগ। চূড়ান্ত করা হচ্ছে লকডাউন চলাকালীন বিধিনিষেধ ও নির্দেশনা।

রবিবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে রাতে অথবা কাল সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের বরাত দিয়ে বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার লকডাউন চলাকালীন বিধিনিষেধ ও নির্দেশনা চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সংশ্লিষ্ট মহলগুলোর সঙ্গে কথা বলছেন, মিটিং করছেন। বেশিরভাগ মিটিং জুমে অনুষ্ঠিত হচ্ছে।

বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রধানমন্ত্রীর নির্দেশে এই মুহূর্তে আর কোনও উপায় না দেখে এমন সিদ্ধান্তের দিকে এগুচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব চূড়ান্ত করে অনুমোদনের জন্য সামারি পাঠানো হবে প্রধানমন্ত্রীর দফতরে। প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমোদন পাওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে প্রজ্ঞাপন।

প্রতিবেদনে বলা হয়েছে, কাঙ্ক্ষিত ফল না পাওয়া না গেলে লকডাউনের সময়সীমা বাড়তে পারে। এ সময় সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ মানতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত