সারাদেশে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকবে ১২ ও ১৩ এপ্রিল

প্রকাশ : ১১ এপ্রিল ২০২১, ১৮:২৪

সাহস ডেস্ক

আগামী ১২ ও ১৩ এপ্রিল সারাদেশে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তবে সিটি করপোরেশন এলাকায় শর্ত সাপেক্ষে সমন্বিত ভাড়ার অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলবে।

রবিবার (১১ এপ্রিল) দুপুরে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল কাদের।

কাদের বলেন, ৫ এপ্রিল থেকে শুরু হওয়া সাত দিনের লকডাউন দু’দিন বাড়ানো হয়েছে। এছাড়াও সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে যাবে যা পূর্বের চেয়ে কঠোর হবে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া সরকার ঘোষিত সাত দিনের বিধিনিষেধ আগামী সোমবার ও মঙ্গলবার (১২ ও ১৩ এপ্রিল) বহাল থাকছে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এর মাঝের ২ দিন, ১২ ও ১৩ এপ্রিল, প্রথম ধাপের ধারাবাহিকতায় চলবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত