মানিকগঞ্জে ছাত্র ইউনিয়নের সেচ্ছাসেবক সেল গঠন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২১, ১৮:১৫

সাহস ডেস্ক

নভেল করোনাভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। বাংলাদেশে এর বাহিরে নয়। ৮ মার্চ ২০২০, বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বর্তমানে দেশজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এর চরম পরিস্থিতি বিরাজ করছে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

করোনাভাইরাস মোকাবিলায় সরকার লকডাউন দিয়েছে। কিন্তু বাংলাদেশে এমনিতেই দরিদ্র মানুষের সংখ্যা তিন কোটিরও বেশি। এর সঙ্গে করোনা পরিস্থিতিতে কাজ কিংবা আয় হারিয়ে হঠাৎ করেই দারিদ্রতার কবলে পড়েছেন আরো অসংখ্য মানুষ। এদিকে সাধারণ শ্রমজীবী মানুষের দুর্দশা এখন চরমে। এ সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মানিকগঞ্জ জেলা সংসদ করোনাভাইরাস মোকাবিলায় প্রথম থেকেই জনসচেতনা বৃদ্ধিসহ ও সাধারণ মানুষের পাশে থেকে সাধ্যমতো সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছে। এ ধারাবাহিকতায় ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদ করোনাভাইরাস মোকাবিলায় ১৯ সদস্য বিশিষ্ট সেচ্ছাসেবক সেল গঠন করা হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় মানিকগঞ্জ শহরস্থ সংগঠনের নিজ কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এ সেচ্ছাসেবক সেল গঠন করা হয়। এতে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদকে প্রধান সমন্বয়ক করা হয়।

সেলে উপজেলাভিত্তিক সাতজনকে সমন্বয়ক এর দায়িত্ব দেওয়া হয়েছে, মানিকগঞ্জ সদর উপজেলা সমন্বয়ক ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার, সাটুরিয়া উপজেলা সমন্বয়ক সহ সভাপতি রুমা আক্তার, সিংগাইর উপজেলা সমন্বয়ক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনামিকা আক্তার স্বর্ণা, হরিরামপুর উপজেলা সমন্বয়ক জেলা সদস্য বিপ্লব চঁন্দ্র সরকার, শিবালয় উপজেলা সমন্বয়ক স্কুল বিষয়ক সম্পাদক পারভেজ হোসেন, ঘিওর উপজেলা সমন্বয়ক জেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন দূর্জয়, দৌলতপুর উপজেলা সমন্বয়ক জেলা সদস্য মহিদুর রহমান।

এছাড়াও কমিটিতে বাকি সদস্যরা হলেন, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি এম আর লিটন, সহসভাপতি কায়সার আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাদক্ষ্য সৈয়দা সাবরিনা সম্পা, দপ্তর সম্পাদক সোহেল রানা, জেলা কমিটির সদস্য শাহীনুর রহমান শাহীন, মো. মাহবুবুর রহমান, সাব্বির হোসেন ও সজীব আহম্মেদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত