প্রেসক্লাবের সামনে এনডিবির প্রতিকী অনশন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২১, ১৪:০৮

সাহস ডেস্ক

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিকী অনশন করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।

অনশনে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, "দ্রব্যমূল্য কমালে গদি থাকবে, না কমালে থাকবে না; এই কথা মাথায় রেখে ক্ষমতায় থাকা মন্ত্রীদেরকে দেশ চালাতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি, দুর্নীতির রামরাজত্বের কারণে রাজপথে নামতে বাধ্য হচ্ছে নতুন প্রজন্ম, কেউ শখ করে রাজপথে নামে না। তাছাড়া সাধারণ মানুষ সহায় সম্বল হারিয়ে যখন পথে বসছে অপরিকল্পিত রাষ্ট্রিয় ব্যবস্থার কারণে, তখন আন্দোলনই একমাত্র মুক্তির পথ।"

এসময় আরো বক্তব্য রাখেন এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. শরীফ প্রমুখ। এছাড়াও সংহতি প্রকাশ করেন, এ্যাড. মুনাজ সুলতানা মুন্নী, ইভানা শাহীন প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন, "জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য সবার আগে দ্রব্যমূল্যর বাজার স্থিতিশীল করতে হবে, পরিবহন ভাড়া ভর্তুকি দিয়ে কমাতে হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, গতানুগতিক উন্নয়নের নামে মানুষের জীবন বিষিয়ে না তুলে মৌলিক অধিকার রক্ষায় সরকারের ভেতরে লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজ-ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করতে হবে।"

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত