শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ২৬

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২১, ১২:৫৮

সাহস ডেস্ক

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় আরও ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ জনে।

সোমবার (৫ এপ্রিল) সকালে আরও ২১ জনের মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়াণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন।

তিনি জানান, ডুবে যাওয়া লঞ্চটি তোলা হয়েছে। সেখান থেকে আরও ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে। আরও অনেক যাত্রীর মরদেহ উদ্ধার হতে পারে।

উদ্ধার অভিযানে এক সঙ্গে কাজ করছে- ফায়ার সার্ভিস, নৌবাহিনী, নৌপুলিশ, কোস্ট গার্ড ও উদ্ধারকারী জাহাজ প্রত্যয়।

জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন যাত্রী নিয়ে “এমএল সাবিত আল হাসান” নামের একটি যাত্রীবাহী লঞ্চ নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হয়। লঞ্চটি সৈয়দপুর কয়লা ঘাট এলাকায় পৌঁছালে একটি মালবাহী কার্গোর সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় কার্গোটি দ্রুত পালিয়ে যায়। ডুবে যাওয়া লঞ্চের প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী স্থানীয়দের সহযোগীতায় পাড়ে উঠতে সক্ষম হয়।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌনিরাপত্তা ও ট্রাফিক) মো. রফিকুল ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত