ছাত্র ইউনিয়ন কর্মীর উপর সিপিবি নেতার সন্ত্রাসী হামলা

প্রকাশ | ০৪ এপ্রিল ২০২১, ১৯:৫৪ | আপডেট: ০৪ এপ্রিল ২০২১, ২০:১২

অনলাইন ডেস্ক

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অফিসে ছাত্র ইউনিয়ন এর কর্মসূচিতে আসা ছাত্র ইউনিয়ন কবি নজরুল সরকারি কলেজ সংসদের দপ্তর সম্পাদক জুবাইর হোসাইন সজলের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছেন সিপিবি নেতা মঞ্জুর মঈন। আজ রবিবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় এ হামলা চালান মঈন।

জানা যায়, আজ শ্রমজীবী মানুষদের সহযোগিতা নিশ্চিত করার দাবীতে পল্টনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ঘোষিত মানবন্ধনে যোগ দিতে আসে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কবি নজরুল সরকারি কলেজের দপ্তর সম্পাদক জোবায়ের সজল। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখিকে কেন্দ্র করে তাকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবন থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, শান্তিরনগর নেতা মঞ্জুর মঈন। এই সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল প্রতিবাদ করতে এগিয়ে আসলে তাকেও শারীরিকভাবে হেনস্থা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য জলি তালুকদার, জওহর লাল রায়সহ আরো কয়েকজন। পরবর্তীতে পার্টির অন্যান্য নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ছাত্র ইউনিয়নের কর্মীর উপর সন্ত্রসী হামলা চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বলেছেন, কমিউনিস্ট পার্টির মতো সুশৃঙ্খল সংগঠনের নেতাদের মধ্যে পরমত সহিষ্ণুতার অভাবই এই ধরণের ঘটনার অনুঘটক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ন্যায় বিচার দাবি জানাই।