শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল উদ্ধার

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২১, ২০:৪৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে অভিযানে ৪১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। অভিযানকালে এ ঘটনায় জড়িতরা পালিয়ে যান। তবে পালালেও দু’জনকে শনাক্ত করতে পেরেছে বিজিবি।

রবিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তেলকুপি বিওপি’র একটি দল সীমান্তের সাতশত গজ বাংলাদেশের ভেতরে মোল্লাটোলা তেলকুপি লম্বাপাড়া গ্রামের ফলন মিয়ার (৩৪) বাড়িতে অভিযানটি চালায় বিজিবি। ফলন মিয়া মৃত সেকেন্দার আলীর ছেলে।

অভিযান চলাকালীন সময় ফলন মিয়া ও তার সহযোগি একই গ্রামের এজাবুলের ছেলে সারোয়ার মিয়া (৩২) পালিয়ে যান। ওই বাড়ির ঘরের মধ্যে মাটির নিচে লুকানো ১ লক্ষ ৬৮ হাজার টাকা মূল্যের ফেনসিডিল উদ্ধার হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৯’ বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বলেছেন, নিজস্ব গোয়েন্দা তথ্যে চালানো অভিযানে ফেনসিডিল উদ্ধার হলেও জড়িতরা পালিয়ে যায়। তবে তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত