শবে বরাত পালিত

প্রকাশ | ৩০ মার্চ ২০২১, ১৪:১০

অনলাইন ডেস্ক

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার দিবাগত রাতে দেশব্যাপী পালিত হয়েছে সৌভাগ্য ও ক্ষমার রাত পবিত্র শবে বরাত।

মুসলিমদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শবে বরাতে মহান আল্লাহ আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন। এ রাতে তিনি তার সৃষ্টি জগতের সবার অতীতের কর্মকাণ্ড আমলে নিয়ে আগামী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন।

ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মানবজাতির জন্য স্রষ্টার অশেষ কল্যাণ কামনা করে বিশেষ নামাজ, কোরআন পাঠ, জিকির ও অন্যান্য ধর্মীয় ইবাদত করেছেন। মহামারি করোনাভাইরাসের কবল থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য মহান স্রষ্টার কাছে বিশেষ প্রার্থনা করেছেন।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে মুসলিমরা পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করেছেন।

পবিত্র শবে বরাতের রাতে ইবাদতের পর আজ অনেক মুসলমান নফল রোজা পালন করছেন। আজ সরকারি ছুটির দিন।

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি ও রেডিওগুলোতে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়। এছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দেন।