হরতালের পর হেফাজতের নতুন কর্মসূচি

প্রকাশ : ২৮ মার্চ ২০২১, ১৯:৩০

সাহস ডেস্ক

দেশব্যাপী হরতালের পর এবার দোয়া ও বিক্ষোভের কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। আগামীকাল সোমবার (২৯ মার্চ) হবে দোয়া, এরপর শুক্রবার (২ এপ্রিল) সারা দেশে তারা দেখাবে বিক্ষোভ।

রবিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম।

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জেহাদী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন প্রত্যাহার করার জন্য কর্মসূচি দিয়েছিল হেফাজতে ইসলাম। কিন্তু মোদির আগমনের দিন হেফাজতের কোনো কর্মসূচি ছিল না।

আল্লামা নুরুল ইসলাম জেহাদী বলেন, হেলমেট বাহিনী দ্বীনের শত্রু, ইসলামের শত্রু। তারা কেউ হেফাজতের নয়। যারা কালেমা জানে বিশ্বাস করে তারা অন্তত বিজেপিকে ভালোবাসতে পারে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত