হরতালের মেয়াদ বাড়ল আরও ২৪ ঘণ্টা

প্রকাশ : ২৮ মার্চ ২০২১, ১৭:২৩

সাহস ডেস্ক

রবিবার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের দেয়া হরতালের মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মাওলানা জুনায়েদ আল হাবীব। অর্থাৎ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে।

রবিবার (২৮ মার্চ) মাওলানা জুনায়েদ আল হাবীব বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন।

বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকায় মোদিবিরোধী বিক্ষোভে হামলার প্রতিবাদে গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সেখানে গুলিতে চারজন নিহত হন। এর প্রতিবাদে ওই দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ করেন। রেলস্টেশনসহ বিভিন্ন স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ করেন। সেখানে সংঘর্ষে একজন নিহত হন।

এর আগে, রবিবার সকাল থেকেই পল্টনে অবস্থান নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতের নেতাকর্মীরা। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় হেফাজতের সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভের সময় বহুস্থানেই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটেছে হতাহতের ঘটনাও।

হেফাজতের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্থানে সংঘর্ষ হয়। এসব ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হন। ‘প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে হেফাজতে ইসলাম আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এই হরতাল ঘিরেও সহিংসতা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত