স্বাধীনতার সূবর্ণজয়ন্তী

স্বল্পন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে চাঁপাইনবাবগঞ্জে দু’দিনের উন্নয়ন মেলা

প্রকাশ : ২৭ মার্চ ২০২১, ১৮:৩৯

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে দেশব্যাপী উদযাপন উপলক্ষে র‌্যালী, দু’দিনের মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মার্চ) জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানমালা উদ্বোধন করা হয়। এরপর র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বটতলায় বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।

সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ৪০টি সরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে উন্নয়ন প্রদর্শণ মেলা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এরপর অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানগুলিতে অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক, জেলা প্রশাসনের স্বানীয় সরকার শাখার উপপরিচালক তাজকির-উজ-জামান, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রমানিক, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত