শাল্লায় সাম্প্রদায়িক হামলার নিন্দা ও নিরাপত্তা নিশ্চিতে রবিদাস ফোরামের বিবৃতি

প্রকাশ | ২৫ মার্চ ২০২১, ১৬:০৫

অনলাইন ডেস্ক

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তি কর্তৃক ১৭ মার্চ সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ধর্মান্ধদের হামলার নিন্দা ও ক্ষতিগ্রস্থদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। একই সাথে ২১ মার্চ সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়াকান্দা গ্রামের শ্মশানঘাটে রাতের অন্ধকারে প্রভাবশালী কর্তৃক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলা এবং ১৪ মার্চ নওগাঁর ধামইর হাটে আদিবাসী পরিবারের উপর হামলা, জমি জবর-দখলের ঘটনার সুবিচার দাবী করেছেন বিআরএফ নেতৃবৃন্দ।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সারাদেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, হচ্ছে। এমন ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। বিচারহীনতার সংস্কৃতি ও ধর্মের নাম ব্যবহার করে বিগত সময়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনার উপযুক্ত প্রতিকার না হওয়ায় সময়ের ব্যবধানে ধর্মান্ধ অপশক্তির ষড়যন্ত্র ও নিপীড়ন বেড়েই চলেছে। এমনটা চলতে থাকলে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ তার গৌরবময় স্বকীয়তা হারাবে। সরকার ও প্রশাসনের কাছে আমাদের আহ্বান সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আক্রান্ত এলাকায় সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুন।

বিবৃতি দাতারা হলেন, বিআরএফ-কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা যথাক্রমে তাহমিন সুলতানা স্বাতী (সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় খেলাঘর আসর, ঢাকা), সাবেক ছাত্রনেতা হিমাংশু সিংহ, বরিশাল বেতারের সঙ্গীতশিল্পী বীর মুক্তিযোদ্ধা ললিত রবিদাস, অ্যাডভোকেট মনিলাল দাস, অ্যাডভোকেট বাবুল রবিদাস, গণেশ ঘোষ, অজয় রবিদাস, দিপক রবিদাস, আরএফ-কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি চাঁন মোহন রবিদাস, নির্বাহী সভাপতি মিলন রবিদাস, সিনিয়র সহ-সভাপতি রাজেশ রবিদাস, সহ-সভাপতি (০১) রতন রবিদাস, সহ-সভাপতি (০২) কৃষ্ণা রবিদাস, সহ-সভাপতি (০৩) সুশীল রবিদাস, সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিরব রবিদাস, যুগ্ম সাধারণ সম্পাদক (০১) কৈলাশ রবিদাস, যুগ্ম সাধারণ সম্পাদক (০২) হরিচরণ রবিদাস, যুগ্ম সাধারণ সম্পাদক (০৩) জুয়েল রবিদাস, যুগ্ম সাধারণ সম্পাদক (০৪) মিন্টু রবিদাস, সাংগঠনিক সম্পাদক বিরেন রবিদাস, সহসাংগঠনিক সম্পাদক (০১) আদুরী রবিদাস, সহসাংগঠনিক সম্পাদক (০২) উত্তম কুমার রবিদাস, সহসাংগঠনিক সম্পাদক (০৩) বিপ্লব রবিদাস(কমল), রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অশোক রবিদাস, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জীবন রবিদাস, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হান্নান রবিদাস (সাধন), ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খোকন রবিদাস, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তপন রবিদাস, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন রবিদাস, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুনিয়া রবিদাস, অর্থ বিষয়ক সম্পাদক রিপন রবিদাস, দপ্তর সম্পাদক লেবুলাল রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন রবিদাস, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক রনি রবিদাস, ধর্ম বিষয়ক সম্পাদক পরেশ শিবানন্দজী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক (০১) রতন দাস বাবাজী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক (০২) শিবচরণ রবিদাস, শিক্ষা বিষয়ক সম্পাদক লিটন রবিদাস, সাহিত্য বিষয়ক সম্পাদক নন্দ রবিদাস, আইন ও বিচার বিষয়ক সম্পাদক সাগর রবিদাস, নারী বিষয়ক সম্পাদক পিংকি রানী রবিদাস, সহনারী বিষয়ক সম্পাদক মালারানী রবিদাস, ছাত্র বিষয়ক সম্পাদক দিপুরাম রবিদাস, যুব বিষয়ক সম্পাদক দয়াল রবিদাস, শিশু বিষয়ক সম্পাদক নান্টু রবিদাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক উত্তম চন্দ্র রবিদাস, সাংস্কৃতিক সম্পাদক সন্তোষ রবিদাস, সহসাংস্কৃতিক সম্পাদক যন্ত্রশিল্পী শুভ রবিদাস, তথ্য ও গবেষণা সম্পাদক মিলন রবিদাস (বিজিবি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুভাষ রবিদাস, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লিটন রবিদাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তরুন রবিদাস, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. সুমন রবিদাস, সমবায় বিষয়ক সম্পাদক সূর্য্যমণি রবিদাস, ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক রনি রবিদাস, মানবাধিকার বিষয়ক সম্পাদক খিলন রবিদাস, ভূমি ও গৃহায়ন বিষয়ক সম্পাদক রতন রবিদাস, পরিকল্পনা বিষয়ক সম্পাদক নারায়ন রবিদাস, আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক সম্পাদক চন্দন রবিদাস, প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক লক্ষীরানী রবিদাস, জনগণ বিষয়ক সম্পাদক জয়ন্ত রবিদাস (পাভেল), স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিজয় রবিদাস, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শিল্পা রবিদাস, গণশিক্ষাবিষয়ক সম্পাদক কৈলাশ রবিদাস, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রবীন রবিদাস, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সাংবাদিক প্রসাদ রবিদাস, দিলিপ রবিদাস, অনিল রবিদাস, রুমন রবিদাস, মুন্না রবিদাস, শম্ভু রবিদাস, রিপন রবিদাস, সাবুল রবিদাস, পান্নালাল রবিদাস, সুজেশ রবিদাস, সুমন রবিদাস, বিআরএফ-ঢাকা মহানগর শাখার সভাপতি তপন রবিদাস, সাধারণ সম্পাদক সুজন রবিদাস, সাংগঠনিক সম্পাদক চয়ন রবিদাস।