আইনমন্ত্রীর সামনেই কসবায় দুই মেয়র প্রার্থী সমর্থকদের সংঘর্ষ

প্রকাশ : ০৫ মার্চ ২০২১, ১৪:০৪

সাহস ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের উপস্থিতিতে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইনমন্ত্রী আনিসুল হক দীর্ঘদিন পর নিজ নির্বাচনী এলাকায় বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে আসেন। সকালে ট্রেন থেকে নেমে আখাউড়ায় একটি সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন। এরপর কসবা উপজেলা পরিষদ হল রুমে স্মার্ট ভোটার আইডি বিতরণ করতে যান।

পুলিশ জানায়, স্মাট কার্ড বিতরণ অনুষ্ঠান চলাকালে হলরুমের বাইরে বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম এ আজিজ গ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে তা রূপ নেয় সংর্ঘর্ষে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এরপর আইনমন্ত্রী উপজেলা পরিষদে আসেন পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠান চলাকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন জুয়েল-আজিজ সমর্থকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত