ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশের হামলা, আহত ১২

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ১৬:৪১ | আপডেট: ০৩ মার্চ ২০২১, ১৬:৪৯

রাজধানীর জজকোর্টের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এতে অন্তত ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

বুধবার (০৩ মার্চ) ছাত্র ইউনিয়নের ৭ ছাত্র নেতার জামিনের আবেদন নামঞ্জুর করার প্রতিবাদে জজকোর্টের সামনে মিছিল করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শান্তিপূর্ণ এই মিছিলে হামলা চালায় পুলিশ। সেখানে ছাত্র ইউনয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীলসহ ৮ ছাত্র নেতাকে আটক করা হয়। এক পর্যায়ে নেতাদের দাবীর মুখে পুলিশ তাদের ছেড়ে দিতে বাধ্য হয়।

উল্লেখ্য, লেখক মুশতাকের রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ২৬ ফেব্রুয়ারি প্রগতিশীল জোট রাজধানীর শাহবাগে মশাল মিছিল করে। শান্তিপূর্ণ সেই মিছিলে পুলিশ হামলা চালায়। এক পর্যায়ে ছাত্র ইউনয়নের ৭জন ছাত্র নেতাকে আটক করে এবং মামলা দেয় শাহবাগ থানা পুলিশ।

আজ ৩ তারিখ সিএমএম কোর্টে তাদের জামিন আবেদনের শুনানি ছিলো। মহামান্য আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। তারই প্রতিবাদের আজ ছাত্র ইউনিয়ন তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে।