মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জ (ভিডিও)

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৪

সাহস ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে করা মশাল মিছিলে পুলিশের লাঠিচার্জে পাঁচ জন আহত হয়েছেন। এসময় বিক্ষোভকারীদের বেধড়ক পেটানোও হয়েছে বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর শাহবাগ থানার সামনে মশাল মিছিলে লাঠিচার্জ করে পুলিশ।

যদিও পুলিশের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ তাদের ওপর হামলা করেনি। বিক্ষোভকারীদের দাবি, পুলিশের লাঠিপেটায় ২৫-৩০ জন আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মশাল মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যাচ্ছিলেন। কিন্তু মোড়ে পৌঁছানোর আগে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তাদের লাঠিপেটাও করা হয়। পুলিশের বাধার মুখে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের দিকে চলে যান। এসময় ২৫-৩০ জন আহত হন।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত