শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না সিদ্ধান্ত ৬/৭ দিনের মধ্যে

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৯

সাহস ডেস্ক

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কি না সে বিষয়ে চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে ৬/৭ দিনের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেছে সরকার। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনলাইনে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত