পার্লারকর্মীকে দিয়ে দেহব্যবসা, গ্রেপ্তার সেই নারী কাউন্সিলর

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৭

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

পার্লারকর্মীকে দেহব্যবসা করতে বাধ্য করার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর (১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড) রোকসানা আহমেদ রোজীকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত সটার দিকে রাজধানীর দক্ষিণ খান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, রাজধানীর উত্তরার দক্ষিণ খান এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। এসময় ওই বাসা থেকে নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। 

এরআগে, গত মঙ্গলবার জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে ওই নারী কাউন্সিলরের বিরুদ্ধে জিএমপি’র বাসন থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী এক কিশোরী (১৬)। মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে জবরদস্তি করে সেবাপ্রদান ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে মামলা দায়ের করেন তিনি।

মামলায় কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী, বাড়ির কেয়ার টেকার নুরুল হক ও অজ্ঞাতসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়। মামলার পর পরই বাসন থানা পুলিশ নুরুল হককে গ্রপ্তার করলেও ঘটনার পর থেকে কাউন্সিলর রোজী পলাতক ছিল।