টিকা নিয়ে খুবই ভালো লাগলো: মেয়র তাপস

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪৮

সাহস ডেস্ক
ফাইল ছবি

করোনাভাইরাসের টিকা নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপস। টিকা নিয়ে মেয়র তাপস বলেন, টিকা নিয়ে খুবই ভালো লাগলো। কোনও অসুবিধা হয়নি এবং কোনও ব্যথাও লাগেনি, বুঝাই যায়নি।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহানগর জেনারেল হাসপাতালে তারা টিকা নেন।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, সবাই নির্ভয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে টিকা নিয়ে নিন। এই টিকা নেওয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে করোনা থেকে মুক্ত হতে পারবো এবং করোনাকে জয় করবো।

ডিএসসিসি মেয়র বলেন, এখানে আসার পর জানলাম সার্ভার-ডাউন আছে। আমাকে পরিচালক বলেছেন ঠিক হয়ে যাবে। আমি আশা করবো যে, যত দ্রুত সম্ভব এটি যেনও ঠিক হয়ে যায়। যদি এখানে বিলম্ব হয়, তাহলে অন্যত্র গিয়েও টিকাদান প্রক্রিয়াটা করতে পারে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় অন্য যে হাসপাতালগুলো আছে, প্রয়োজন হলে সেখানে যেনও তাদেরকে স্থানান্তর করতে পারি।

ডিএসসিসি মেয়র বলেন, আমাদের রেড ক্রিসেন্টের কর্মীরা কাজ করছেন। এখন পর্যন্ত তেমন কোনও অভিযোগ পাইনি। আমরা আশা করছি, সুষ্ঠুভাবেই হচ্ছে। আর টুকটাক যেসব কারিগরি সমস্যা হচ্ছে, সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত