বিএনপির সমাবেশে পুলিশের লাঠিপেটা

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৬

সাহস ডেস্ক
জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের প্রতিবাদে রাজধানীতে বিএনপির সমাবেশে পুলিশের লাঠিপেটা ও ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলে সরকারের উদ্যোগের প্রতিবাদে রাজধানীতে বিএনপির সমাবেশে পুলিশের লাঠিপেটা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে দলটির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এসময় বিএনপি নেতাকর্মীরাও পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার) জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হওয়া এই সমাবেশে বিএনপির কয়েক শতাধিক নেতা-কর্মী যোগ দেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তৃতার মধ্য দিয়ে সমাবেশ শেষ হলে দুপুর ১২টার দিকে পুলিশ আন্দোলনকারীদের যানবাহন চলাচল করার জন্য অবিলম্বে প্রেসক্লাবের সামনের রাস্তা খালি করতে বলে।

একপর্যায়ে পুলিশের সাথে কয়েকজন নেতা-কর্মীর বাগবিতণ্ডা হয়। বিএনপি নেতা-কর্মীরা কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। পুলিশের সদস্যরা তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে বিএনপির একদল নেতা-কর্মী প্রেসক্লাবের ভেতরে ঢুকে পড়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশের লাঠিপেটায় এ সময় বেশ কয়েকজন আহত হন।

এসময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দাবি করেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, পুলিশ অতর্কিতভাবে বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

সংঘর্ষের সময় খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমসহ বিএনপির সিনিয়র নেতারা জাতীয় প্রেসক্লাবে আশ্রয় নেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুপুর ১২টা ৫০ এর দিকে তারা প্রেসক্লাব ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত