মিয়ানমার নিয়ে বাংলাদেশের অবস্থান জানতে উৎসুক পশ্চিমা বিশ্ব ও চীন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৪

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মিয়ানমার নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে উৎসুক পশ্চিমা বিশ্ব ও এশিয়ার বড় শক্তি চীন। এছাড়া ইউরোপের কয়েকটি দেশও বাংলাদেশের অবস্থান বুঝতে চায়।

সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, ত্রিপক্ষীয় বৈঠকের জন্য চীনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বাংলাদেশ ও চীন ৪ ফেব্রুয়ারি মিয়ানমারের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক। এ বিষয়ে মিয়ানমার আগে একটি সময় দিয়েছিল। এখন ওই সময়টা থাকবে নাকি পরিবর্তিত পরিস্থিতির কারণে অন্যদিন হবে সেটির জন্য অপেক্ষা করা হচ্ছে।

সোমবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা তাদের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছি এবং তারাও জানতে চেয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশ কি অবস্থান নেবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত