১০০ কোটি টাকার সাপের বিষসহ আটক ৩

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২১, ১৮:২৬

সাহস ডেস্ক
আটকরা হলেন- পাবনার বেড়া এলাকার নূরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), পাবলার ফরিদপুরের মো. ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফুর রহমান (৪৮) ও যশোর সদর এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস (৩২)।

খুলনায় প্রায় শত কোটি টাকার সাপের বিষসহ তিনজন পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। র‌্যাব-৬-এর মেজর মো. আনিস উজ জামান এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পাবনার বেড়া এলাকার নূরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), পাবলার ফরিদপুরের মো. ইব্রাহিম প্রামাণিকের ছেলে লুৎফুর রহমান (৪৮) ও যশোর সদর এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস (৩২)।

মেজর মো. আনিস উজ জামান জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোরে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় তিন জনকে আটক করে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সাপের বিষ উদ্ধার করা হয়। তাদের কাছে ছয়টি জারে ১২ পাউন্ড বিষ ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত