করোনা টিকা, প্রথম দেয়া হবে একজন নার্সকে

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৪:০৮

সাহস ডেস্ক

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মাধ্যমে প্রাথমিক টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিডনি হাসপাতালে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

এর আগে ২০শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, প্রথমদিন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ২০-২৫ জনকে টিকা দেয়ার মাধ্যমে কর্মসূচী শুরু করা হবে। প্রথমে টিকা দেয়া হবে একজন নার্সকে।

এর আগে, ভারতীয় সরকারের 'উপহার' হিসেবে গত বৃহস্পতিবার দেশে ২০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড ভ্যাকসিন এসে পৌঁছায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত