মাতারবাড়িতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ০২:৪৪

সাহস ডেস্ক

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৯ জন।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে মাতারবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে গ্যাস সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মিয়াজীপাড়ার জাহাঙ্গীর আলমের পুত্র মোহাম্মদ এহসান (১২), একই ইউনিয়নের সিকদারপাড়ার ফরিদুল আলমের পুত্র সাদেকুল ইসলাম রাহাত (১৩) এবং বেলুন বিক্রেতা ও গ্যাস সিলিন্ডারটির মালিক মোহাম্মদ আলমগীর (৪২)। নিহত আলমগীর জেলার চকরিয়া উপজেলার বদরখালী এলাকার বাসিন্দা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, মহেশখালী উপজেলার মাতারবাড়ি আজিজুল উলুম মাদ্রাসার বার্ষিকসভা চলছিল। আজ শুক্রবার ছিল সভার শেষদিন। মাদ্রাসার সভা উপলক্ষে পাশে মাতারবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে গ্যাস সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করছিলেন আলমগীর হোসেন।একপর্যায়ে ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।

তিনি জানান, মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মিয়াজীপাড়ার মোহাম্মদ এহসান (১২) ঘটনাস্থলেই নিহত হয়। একই ইউনিয়নের সিকদারপাড়ার সাদেকুল ইসলাম রাহাতকে (১৩) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। অন্যদিকে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলুন বিক্রেতা মোহাম্মদ আলমগীর (৪২) মারা গেছেন।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের চকরিয়া উপজেলা হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত