শান্তিপূর্ণভাবে চলছে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২১, ১৫:০০

দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার (১৬ জানুয়ারি) নির্ধারিত সময় সকাল ৮টা থেকে ১৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে লাইন ধরে ভোট প্রদানের লক্ষ্যে কেন্দ্রে আসছেন ভোটাররা।
 
খাগড়াছড়িতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রে মোতায়ান করা হয়েছে পুলিশ ও আনসার সদস্য। এছাড়া স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বিজিবি ও র‍্যাব। ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
 
নির্বাচনে মেয়র প্রার্থী ৪ জন এবং কাউন্সিলর প্রার্থী ৫৪ জন। এরমধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছেন ১০ জন। মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন ।