কালিয়াকৈরে কলোনিতে আগুনে পুড়ে নিহত ৪

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২১, ১৩:০৬

অনলাইন ডেস্ক
কালিয়াকৈরে কলোনিতে আগুনে পুড়ে নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ কার্যালয় এলাকার এক কলোনিতে আগুনে পুড়ে নিহত হয়েছেন চারজন। সেই সাথে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন। এ ঘটনায় প্রায় ৫০ টির মতো বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১১ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ভোর ৫টার দিকে কালামপুর (পূর্বপাড়া) নব্বই কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিম্ন-আয়ের মানুষের বসবাসের জায়গা বস্তিতে আগুন লাগা এক নিয়মিত চিত্র এবং এতে হাজারও বস্তিবাসী প্রতিবছর গৃহহারা হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সংগ্রহ করা তথ্য অনুযায়ী, গত বছর ঢাকা, চট্টগ্রাম ও রংপুরের বস্তিতে আগুন লাগার ১৭৪টি ঘটনা ঘটেছিল।