ফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে বইমেলা

প্রকাশ | ১১ জানুয়ারি ২০২১, ০২:০৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২১, ১৩:২৯

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারির কারণে এবছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আয়োজন করা হবে।

রবিবার (১০ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে করোনার কারণে বইমেলা হচ্ছে না। তবে, অমর একুশে বইমেলা হচ্ছে না এমন কিছু না। করোনা পরিস্থিতি উন্নত হলে পরবর্তীতে সময় ও তারিখ ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, কোনো পরিকল্পনা এখন পর্যন্ত ঠিক হয়নি। মোটকথা ফেব্রুয়ারির এক তারিখে যে বইমেলা উদ্বোধনের কথা, মাননীয় প্রধানমন্ত্রী আসার কথা সেই প্রোগ্রামটা হচ্ছে না, বইমেলা শুরু হচ্ছে না। কবে শুরু হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে।