বাংলাদেশি নাগরিকদের সকল ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২১, ১২:৪৯

সাহস ডেস্ক
বাংলাদেশি নাগরিকদের সকল ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান।

বাংলাদেশি নাগরিকদের প্রবেশে সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। ফলে ভিসা প্রাপ্তিতে পূর্বে আরোপিত কড়াকড়ি নিয়মের মধ্যে পড়বেন না বাংলাদেশিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকেও বাংলাদেশের কাছে একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করেছে।

শুক্রবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের হাইকমিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত বৃহস্পতিবার বাংলাদেশে নব-নিযুক্ত পাকিস্তানী রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকের পর এ অগ্রগতির ব্যাপারে জানান। বৈঠক পরবর্তী এক বিবৃতিতে পাকিস্তানী দূতাবাস জানায়, বাংলাদেশিদের ভ্রমণে সকল প্রকার ভিসা নিষেধাজ্ঞা বাতিল করেছে পাকিস্তান। বৈঠকে উভয়পক্ষই সকল স্তরে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার ব্যাপারে একমত পোষণ করেছে।

তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকি জানান, বাংলাদেশের পক্ষ থেকেও এমন ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষা করছে ইসলামাবাদ। তিনি বলেন, পাকিস্তানি নাগরিকদের উপর বাংলাদেশের নিষেধাজ্ঞাগুলি এখনও বলবৎ রয়েছে। তবে আমি প্রতিমন্ত্রীকে জানিয়ে দিয়েছি আমাদের পক্ষ থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রে প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সাথে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহম্মেদ সিদ্দিকির বৈঠকের পরই এমন সিদ্ধান্তের কথা জানালো পাকিস্তান। তাদের বিবৃতিতে দাবি করা হয়, দুই দেশই দ্বিপাক্ষিক যোগাযোগে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে।

বৈঠকে ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের চালানো বর্বর গণহত্যার জন্য দেশটিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় পাকিস্তানি দূত ১৯৭৪ সালে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তির একটি অনুলিপি তুলে দেন। বলেন, চুক্তিটি বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত