বিজিবি ও ডিবি'র অভিযানে ৯শ' গ্রাম হেরোইন, ৬শ' টি ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২১, ১৩:৫২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিজিবি ও গোয়েন্দা পুলিশের(ডিবি) পৃথক দুটি অভিযানে ৯শ' গ্রাম হেরোইন, ৬শ' পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিলসহ ৪ জন আটক হয়েছেন। গত বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর)) রাতে অভিযানগুলো চালানো হয়।

আটককৃতরা হলেন, শিবগঞ্জের শিয়ালমারা পশ্চিমপাড়া গ্রামের মৃত.আরশেদ মন্ডলের ছেলে আনারুল ইসলাম(৩৪),একই গ্রামের আলাউদ্দিনের ছেলে রবিউল ইসলাম(৩২),রফিকুল ইসলামের ছেলে সবিদুল ইসলাম(৩২) ও সহিমুদ্দিনের ছেলে নাসির উদ্দিন(২৬)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল সীমান্তের ৩শ' গজ ভেতরে বাগিচাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে  ১৯ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের মালিকবিহীন ৯শ' গ্রাম হেরোইন ও ৬শ' পিস ইয়াবা উদ্ধার হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক(এসআই) অনুপ কুমার জানান,বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর ও শিয়ালমারা গ্রাম থেকে আড়াইশ বোতল ফেনসিডিলসহ আটক হন আনারুল,রবিউল,সবিদুল ও নাসির।

এসব ঘটনায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত