শিবগঞ্জে বাল্য বিয়ের দায়ে মৌলভী, বরের পিতা ও সহযোগীর ১ লক্ষ টাকা অর্থদন্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২১, ১৩:২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাল্যবিয়ের দায়ে বিয়ে পড়ানো মৌলভী,বরের পিতা ও বরের সহযোগিকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। এ ছাড়া বাল্য বিয়ের শিকার এসএসসি পরীক্ষার্থী কনে(১৫) ও তার মা'কে সংশ্লিষ্ট ইউপি সদস্যের হেফাজতে দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে চককীর্ত্তি ইউনিয়নে অভিযান চালিয়ে ওই ৩ জনকে অর্থদন্ড প্রদান করেন মোবাইল কোর্টের বিচারক ও  ইউএনও সাকিব আল রাব্বি।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে চককীর্ত্তি কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ইমাম শরিফুল ইসলামকে ৮০ হাজার টাকা,বরের পিতা ডুবলী ভান্ডার গ্রামের আরিফ আলী ও বরের সহযোগী কামরুজ্জামানকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত