নড়াইলে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২০, ১৮:০৪

ফরহাদ খান
মুজিব বর্ষ উপলক্ষে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।  
 
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভিডিও বার্তায় টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তবে বুধবার (৩০ ডিসেম্বর) সকালে বল মাঠে গড়াবে। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ক্রীড়াচর্চা তরুণদের সৃজনশীলতার বিকাশ ঘটায়। বর্তমান প্রজন্ম চ্যালেঞ্জের মধ্য দিয়ে গড়ে উঠছে। বর্তমান প্রেক্ষাপটে মাদক, সাইবার অপরাধসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্তি পেতে খেলাধূলার ওপর জোর দিতে হবে। করোনা পরিস্থিতিতে ক্রীড়াচর্চার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 
 
এদিকে ভিডিও বার্তায় স্বাগত বক্তব্য দেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম ও মিনা বাজারের পরিচালক কাজী ইনাম আহম্মেদ। 
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বিদ্যু বিহারী নাথসহ অনেকে। 
 
টুর্নামেন্টে পাঁচটি দল অংশগ্রহণ করছে। মাশরাফি হাতেগড়া-'নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনসহ  বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান, চারণকবি বিজয় সরকার এবং জারিশিল্পী মোসলেম উদ্দিনের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। 
 
খেলার প্রথম দিন (বুধবার) সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন বনাম চারণ কবি বিজয় সরকার দলের খেলা অনুষ্ঠিত হবে। 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত