সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০২০, ১২:৩৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০, ১৪:২১

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ এ দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলু।

দুপুরেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে মামলার গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে।