বিশে হত্যা মামলার প্রধান আসামি সাগর আটক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২০, ১৯:১৭

শ্রাবণ রায় টবি

যশোর সদর উপজেলার আরবপুরের আমিনুর রহমান বিশে হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম সাগর আটক হয়েছে। শুক্রবার রাতে তাকে যশোর পুলিশ আটক করে। পুলিশ এই হত্যা মামলায় মোট সাতজনকে আটক করেছে। এর মধ্যে চারজন মামলার এজাহারভ‚ক্ত আসামি। সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে বিশে হত্যা মামলার অগ্রগতির বর্ননা দেন। পুলিশ সুপারের কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আমিনুর রহমান বিশে হত্যা মামলার প্রধান আসমি সাইফুল ইসলাম সাগর আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়ার জসিমের বাড়ি থেকে আটক হয়েছে। এসময় তার কাছ থেকে হত্যায় ব্যবহ্নত বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ। এই নিয়ে মোট চারটি বার্মিজ চাকু উদ্ধার করেছে পুলিশ যার সবকটি হত্যায় আসামিরা ব্যবহার করেছে। সাইফুল ইসলাম সাগরের পিতা দেলোয়ার হোসেন। সে পুলিশকে জানিয়েছে, কয়েকদিন আগে সে একটি বালু ভরাটের কাজ পেয়েছে। এজন্য বিশে তার কাছে চাঁদা দাবি করে। সে রাজি হয়ে কিছু টাকা দিয়েছে। এরপরেও বিশে তাকে মারধোর করে। বাধ্য হয়ে সে তার বড় ভাইদের জানায়। তার বড় ভাইয়েরা তাকেও বিশেকে মারধোরের অনুমতি দিলে সে তাকে হত্যা করে। এ বিষয়ে সে আদালতে ১৬৪ বা স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেবে বলে জানিয়েছে। 

গত ২১ ডিসেম্বর দুপুর বিকাল ৩টা ২০ মিনিটে আরবপুর মোড়ের আসলামের হোটেলে ভাত খাওয়ার সময় সাগর, আকাশ, তরিকুল, ফেরদৌস, নাইম, রুবেল অজ্ঞাতনামা কয়েকজন আরবপুর তালপট্টির মৃত আব্দুল মালেকের পুত্র আমিনুর রহমান বিশেকে এলোপাথাড়ি চাকু মারে। গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এদিনই নিহতের ভাই শুভ হাওলাদার বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলা নং ৬১, তাং ২১/১২/২০২০। ধারা ৩০২, ১০৯, ৩৪পিসি। 

গত ২৩ ডিসেম্বর আসামি তরিকুল ইসলাম কর্ন, তাহসিনুল ইসলাম নাইম, আশরাফুল ইসলাম আকাশ গ্রেফতার হয়। পরদিন রাকিব হোসেন, আসিফ আহম্মেদ ওয়াসিফ ও নাসির হোসেন গ্রেফতার হয়।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, জেলা ডিবির ওসি সৌমেন দাস, কোতয়ালী মডেল থানার ওসি মনিরুজ্জামানসহ অভিযানে অংশগ্রহনকারী পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোতয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান, সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক তুষার কুমার মন্ডল, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির শেখ শাহিনুর রহমান, কোতয়ালি মডেল থানার এস আই (নি: ) আনছারুল হক, তদন্তকারী কর্মকর্তা এস আই ( নি: ) সেকেন্দার আবু জাফর, কোতয়ালী মডেল থানার এএসআই ( নি: ) আল মিরাজ খান ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই উজ্জল কবির অভিযানে ছিলেন।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত