বরযাত্রীবাহী ট্রলার ডুবিতে নববধূসহ ৭ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২০, ১৮:২৭

নোয়াখালীর হাতিয়ার ক্যারিংচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে মেঘনা নদীতে বর যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় নববধূসহ এখন পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। তবে এ দুর্ঘটনায় নিখোঁজের সঠিক কোন তথ্য এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার চানন্দী ঘাট থেকে আনুমানিক ৭০-৮০ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে রামগতির টাকীর ঘাট এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

রামগতি থানার পরিদর্শক (ওসি) মো. সোলাইমান ও বড়খেরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. কামরুজ্জামান জানান, তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিভিন্ন ঘাট দিয়ে কুলে উঠছে। তবে সঠিক ভাবে জানা যায়নি এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কতজন যাত্রী নিখোঁজ রয়েছে। যাত্রীদের তথ্য মতে এখনো প্রায় ৪০-৪৫ জন নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত